ঢাকা, বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারী ২০২৫, ৮ই ফাল্গুন ১৪৩১

নির্বাচন বিলম্বিত হলে সংকট আরও বাড়বে: তারেক রহমান

আহমেদ শাহেদ | প্রকাশের সময় : সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ১১:৪৯:০০ অপরাহ্ন | রাজনীতি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকট নিরসনে দ্রুততম সময়ে নির্বাচন হওয়া জরুরি। তিনি বলেন, "যতক্ষণ পর্যন্ত জনগণের প্রত্যক্ষ প্রতিনিধি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না পাবেন, ততক্ষণ পর্যন্ত প্রকৃত সংস্কার সম্ভব নয়। নির্বাচন যত বিলম্বিত হবে, সমস্যা ততই বাড়বে।"

সোমবার ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। জুলাই আন্দোলনের সময় পেশাগত দায়িত্ব পালনকালে আহত ফটোসাংবাদিক ও তাদের পরিবারের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলের পক্ষ থেকে আহত সাংবাদিকদের আর্থিক অনুদান প্রদান করা হয়।

তারেক রহমান বলেন, "এই দেশের প্রকৃত মালিক জনগণ। তাদের ভোটাধিকার নিশ্চিত না হলে দেশকে সংকট থেকে উদ্ধার করা সম্ভব নয়। গণতন্ত্রের মূল ভিত্তি নির্বাচন, যেখানে জনগণ তাদের মতামত প্রকাশ করে। তাই জনগণের প্রত্যক্ষ প্রতিনিধির হাতেই দেশ পরিচালনার দায়িত্ব থাকা উচিত।"

তিনি আরও বলেন, "যারা জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, তারাই জনগণের স্বার্থ রক্ষা করতে পারেন। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত না হলে অর্থনৈতিক স্বাধীনতা আসবে না। তাই ভোটের অধিকার নিশ্চিত করা জরুরি।"

আন্দোলনে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত না হওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, "জুলাই-আগস্ট মাসে আন্দোলনের সময় যাঁরা আহত হয়েছেন, তাঁরা এখনও সুচিকিৎসা পাচ্ছেন না। আহতদের কয়েকজন বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তাদের দাবির পক্ষে। এটি একবার নয়, বহুবার ঘটেছে।"

তিনি প্রশ্ন রেখে বলেন, "যদি আমরা প্রতিদিনের কিছু উদ্যোগ পরিকল্পিতভাবে গ্রহণ করি, তবে কি অধিকাংশ মানুষের কাছে সঠিক সময়ে সহযোগিতা পৌঁছানো সম্ভব নয়? অবশ্যই সম্ভব। তাই সংস্কার সফল করতে হলে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।"

তারেক রহমান বলেন, "সংস্কারের প্রস্তাবনা দু’বছর আগে রাজনৈতিক নেতারাই জনগণের সামনে তুলে ধরেছেন। প্রকৃত সংস্কার আনতে হলে রাজনীতিবিদদের মাধ্যমেই তা বাস্তবায়ন করতে হবে। তবে আমরা অবশ্যই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পরামর্শ নেব এবং সেই ভিত্তিতেই দেশকে এগিয়ে নিয়ে যাব।"

তিনি আরও বলেন, "৩১ দফার মূল লক্ষ্য বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গঠন। যেখানে রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত থাকবে। কারণ, অর্থনৈতিক মুক্তি ও রাজনৈতিক অধিকার না থাকলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।"

তারেক রহমান বলেন, "মানুষ জানতে চায়—নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে কী করা হবে? প্রতিদিন নিত্যপণ্যের দাম ওঠানামা করছে, যা সাধারণ মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর একমাত্র সমাধান জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা।"

তিনি আরও বলেন, "দেশের অনেক মৌলিক সমস্যা রয়েছে, যার সমাধানের পরিকল্পনা আমাদের ৩১ দফার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। যদি আমরা জনগণের সমস্যার সমাধান না করতে পারি, তবে অন্য যেকোনো সংস্কারই অর্থহীন হয়ে পড়বে।"

তারেক রহমান ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের সময় নিপীড়নের শিকার আলোকচিত্র সাংবাদিকদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং তাদের প্রতি সম্মান জানান।

‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মনের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফউদ্দিন বকুল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহসিন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, জ্যেষ্ঠ ফটোসাংবাদিক বুলবুল আহমেদ ও তারিফ রহমান বক্তব্য দেন।

বায়ান্ন/আরএস