ঢাকা, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

নড়াইলের নড়াগাতী থানা ছাত্রলীগের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত

ফরহাদ খান, নড়াইল | প্রকাশের সময় : শুক্রবার ১৯ অগাস্ট ২০২২ ১১:৫৭:০০ পূর্বাহ্ন | রাজনীতি

নড়াইলের নড়াগাতী থানা ছাত্রলীগের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে নড়াগাতী আওয়ামী লীগ কার্যালয় চত্বরে এ শোকসভা অনুষ্ঠিত হয়।  এছাড়া বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

নড়াগাতী থানা ছাত্রলীগের সভাপতি মঞ্জুরুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন-যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য কাজী সরোয়ার হোসেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে সহপরিবারে হত্যার মাধ্যমে খুনিরা চেয়েছিল, আওয়ামী লীগের ভিত দুর্বল করতে। পাকিস্তানি রাষ্ট্র কায়েম করতে। কিন্তু সেই শোক আজ শক্তিতে পরিণত হয়ে আ’লীগ অনেক শক্তিশালী হয়েছে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক এগিয়েছে। উন্নয়নের রোল মডেল হয়েছে। তবুও বিএনপি-জামায়াতচক্র নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব ধরণের ষড়যন্ত্র মোকাবেলা করতে চাই। পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর বিচারসহ পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের বিচার দাবি করছি। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির সুযোগ্যপুত্র যুবলীগের বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের জন্য দোয়া প্রার্থনা করছি। যিনি যুবলীগকে সুসংগঠিত করে মানবিক যুবলীগে পরিণত করেছেন।  

নড়াগাতী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম পারভেজের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-কালিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান হিরা, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া, সহ-সভাপতি মোর্তজা মোর্শেদ খান সৌধ, যুবলীগ নেতা শেখ নাদিম মাহমুদ, কালিয়া থানা ছাত্রলীগের সভাপতি এফ এম সোহাগ, কালিয়া পৌর ছাত্রলীগের সভাপতি এম এম তানবীরুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রশান্ত দাস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়ামিন মোল্যাসহ অনেকে। #