অনলাইনে আবেদনকৃত প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের এমপিও এবং প্রতিবন্ধীদের শিক্ষার দাবীতে পটুয়াখালীর ৯টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রতিবন্ধী শিক্ষক সমিতির উদ্যোগে পটুয়াখালী সমাজ সেবা অফিসের সামনে দিনব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষক সমিতির পটুয়াখালী জেলা শাখার আহবায়ক মোঃ মাসুদ আল মামুন, যুগ্ম আহবায়ক মোঃ সোহেল খান, লিমা আফরিন, সৈয়দ আতিকুল ইসলাম, সোহেল হাওলাদার প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সরকার প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা গেজেট আকারে প্রকাশ করেছে। কিছু প্রতিবন্ধীবান্ধব মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী বিদ্যালয় গড়ে তুলেছেন। এসব প্রতিষ্ঠানকে এমপিওভুক্তি করে সেবাদানকারী শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহবান জানান বক্তারা।
মানববন্ধন কর্মসূচীতে দুমকি উপজেলার জলিশা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক, মোসাঃআখিনুর বেগম, সৈয়দ মাহাতাব উদ্দিন, সৈয়দ মর্তুজা সোয়েব, মোঃ জাহিদ হাসান, খন্দকার আবু হাসান, মোসাঃ মারিয়া আক্তার, মোসাঃ মারুফা বেগম, মোসাঃ সাবিনা ইয়াসমিন, মোসাঃ মাহিনুর বেগম, শারমিন আক্তার মনি, মোসাঃ সাবিনা বেগম, মোঃ আবুল বাশারসহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকগন উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ১১দফা সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করা হয়। ১১দফার দাবিগুলো হলো-প্রতিবন্ধী সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা অনুযায়ী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিও প্রদান, স্বীকৃতির তারিখ থেকে শতভাগ বেতনভাতা ও সকল সুযোগ সুবিধা প্রদান নিশ্চিতকরণ, প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের শতভাগ উপবৃত্তি প্রদান, শিক্ষা কারিকুলাম অনুযায়ী বিনামূল্যে পাঠ্যবই বিতরণ নিশ্চিতকরণ, ছাত্র-ছাত্রীদের উপযোগী স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন, চাহিদা অনুযায়ী শিক্ষা উপকরণ শতভাগ নিশ্চিতকরণ, নিয়মিত মনিটরিং নিশ্চিতকরণ, শিক্ষক কর্মচারিদের মানোন্নয়নে ট্রেনিংসহ সংশ্লিষ্ট সকল সুযোগ সুবিধা নিশ্চিতকরণ, শতভাগ বিদ্যালয় আধুনিক মানসম্মত প্রতিবন্ধী ভবন নির্মাণ নিশ্চিতকরণ, আধুনিক থেরাপি সরঞ্জাম সরবরাহসহ থেরাপি সেন্টার চালুকরণ, ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবন শেষে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানসহ আত্মনির্ভরশীল জীবন যাপনের নিশ্চয়তা প্রদান।