ঢাকা, রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

পাচারকালে হবিগঞ্জে ৪ হাজার ৫৭৩ লিটার ভোজ্যতেল জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি | প্রকাশের সময় : শুক্রবার ২০ মে ২০২২ ০৪:২০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ থেকে পাচারকালে ৪ হাজার ৫৭৩ লিটার ভোজ্যতেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়।

 
বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার লাল মিয়া বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মজুদকৃত এসব ভোজ্য তেল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম।

আটককৃত একজন হল সুমন রায়। তিনি লাল মিয়া বাজারের ব্যবসায়ী। তবে অপর আটকের নাম তাৎক্ষণিক পাওয়া যায়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম জানান, আমরা গোপন তথ্যের মাধ্যমে খবর পাই যে লাল মিয়া বাজার থেকে মজুদকৃত ভোজ্যতেলের একটি চালান পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হলে সুমন রায়ের ব্যবসা প্রতিষ্ঠানের একটি গুদাম থেকে ৬৬৫ লিটার ৫ লিটারী বোতলজাত সোয়াবিন ও ১২৪৮ লিটার ১ লিটারী তেল জব্দ করা হয়। পরে তা ৪ লাখ ৭৩ হাজার ৪শত টাকায় নিলামে বিক্রি করা হয়।

এছাড়াও আটককৃত দুইজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। টাকা পরিশোধ করলে তাদেরকে ছেড়ে দেয়া হয়। অভিযানকে সহযোগীতা করেন আজমিরীগঞ্জ থানার একদল পু