ঢাকা, রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

পানিতে ভাসছে সিলেট, বন্যার্ত মানুষের চরম দুর্ভোগ

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : শুক্রবার ২০ মে ২০২২ ০২:০৪:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সপ্তাহব্যাপী বন্যায় সিলেটের ১৩ উপজেলা ও সিলেট নগরী পানিতে ভাসছে। বন্যায় শুধু লাখ লাখ মানুষ দুর্ভোগেই পড়েননি, সেই সঙ্গে ক্ষতি হয়েছে কোটি কোটি টাকারও। পানির তোড়ে খামার ও পুকুরের মাছ ভেসে যাওয়ায় সর্বস্ব হারান তারা। 

 

ভুক্তভোগীরা বলছেন, বানের পানি তাদের বাড়িঘর দোকানপাট ও ফসল ভাসিয়ে নিয়ে গেছে। ঘরবাড়ি হারিয়ে অনেক মানুষ অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছেন বলেও জানিয়েছেন তারা।

 

বানের পানিতে জনপদ ডুবে যাওয়া ৭০০ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ। পানিতে তলিয়ে যাওয়া সড়ক দিয়ে চলাচলে বিকল হচ্ছে যানবাহন।

অভিভাবকরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান পানির নিচে। সড়কে পানি থাকায় শিশুদের নিয়ে স্কুলে যাওয়া সম্ভব হচ্ছে না।

 

স্থানীয়রা বলছেন, গ্রামের অনেক মানুষের ফিসারিজ ছিল। পানি উপচে সব মাছ ভেসে গেছে।