সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে চাচা-ভাতিজার ভোটযুদ্ধে বিজয়ের মালা পরলেন ভাতিজা।
আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ভাতিজা অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জনের কাছে বিপুল ভোটের ব্যাবধানে পরাজিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী চাচা বর্তমান মেয়র আব্দুল বাতেন। ইভিএমে প্রাপ্ত ভোট গণনা শেষে রোববার রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন বেড়া পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান।
ঘোষিত ফলাফল অনুযায়ী নৌকার প্রার্থী আসিফ শামস রঞ্জন ২১ হাজার ৮৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আব্দুল বাতেন (নারিকেল গাছ) পেয়েছেন ৩ হাজার ৬৬০ ভোট।
অন্যান্য প্রার্থীর মধ্যে আরেক বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) এএইচএম ফজলুর রহমান মাসুদ (রেলগাড়ী) পেয়েছেন ৩ হাজার ৪৭৯ ভোট, কেএম আব্দুল্লাাহ (জগ) পেয়েছেন ৮১৭ ভোট ও এসএম সাদিয়া আলম (মোবাইল ফোন) ২২৫ ভোট।
এ পৌর সভায় মোট ভোটার ৪২ হাজার ৮১৮ জন। ১৮টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ।