ঢাকা, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

পার্বত্য তিন জেলায় পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়া হবে -সুপ্রদীপ চাকমা

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৮ অক্টোবর ২০২৪ ০৮:৪২:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
খাগড়াছড়ির দীঘিনালায় সম্প্রীতি সমাবেশে
অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য তিন জেলায় পর্যটকদের ভ্রমণে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা দ্রুত তুলে নেওয়া হবে। 
এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে পরে জানানো হবে।
 
মঙ্গলবার ( ৮ অক্টোবর) দীঘিনালা উপজেলা  অডিটোরিয়ামে সম্প্রীতি সমাবেশে ক্ষতিগ্রস্তদের
 মাঝে নগদ অর্থ ও খাদ্যশস্য তুলে দেন পার্বত্য উপদেষ্টা। 
 
সমাবেশে তিনি বলেন,গত ১৯ সেপ্টেম্বর দীঘিনালায় সাম্প্রদায়িক সংঘাতের ঘটনায় যারা জড়িত তাদের কে দ্রুত বিচারের আওতায় আনা হবে। সহিংসতাকারী যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। সকলকেই আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজ হাতে আইন তুলে না নেওয়ার পরামর্শ প্রদান করেন। পাহাড়ে সকল সম্প্রদায়ের লোক শান্তিতে মিলেমিশে সহাবস্থানে থাকতে চাই। আমাদের মধ্যে কোন বৈষম্য থাকবে না। তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উদ্দেশ্য বৈষম্যহীন শান্তিপূর্ণ পরিবেশ এবং মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তোলা।
 
সহিংসতার ঘটনায় আগুনে ক্ষতিগ্রস্ত প্রত্যেককে
২৫ হাজার টাকা, ভাঙচুরে শিকার হওয়াদের ২০ হাজার টাকা, নিহত এক ব্যক্তি ১ লাখ টাকা দেওয়ার পাশাপাশি খাদ্যশস্য সহায়তা দেওয়া হয়।
 
এদিকে বিকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন তিনি।