ঢাকা, মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২শে মাঘ ১৪৩১

ফরিদপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

সনত চক্রবর্ত্তী,ফরিদপুর | প্রকাশের সময় : মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫ ১০:৪৩:০০ পূর্বাহ্ন | দেশের খবর

ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আবু সাঈদ (৯) নামে এক শিশু নিহত হয়েছে। 

নিহত আবু সাঈদ ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রশিবপুরা গ্রামের আব্বাস শেখের ছেলে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে মালিগ্রাম-কালামৃধা ফিডার সড়কের আজিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঘারুয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য এস এম শহিদ।

তিনি জানান, আবু সাঈদ রাস্তা পারাপারের সময় কালামৃধা থেকে মালিগ্রামগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ওই ছাত্রের মৃত্যু হয়।

এ ঘটনার পর পুলিশে খবর দেয়া হয়। তবে দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে গেছে, তার খোঁজ নেয়ার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

 

বায়ান্ন/এসএ