ঢাকা, রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ই পৌষ ১৪৩১

ফরেস্ট ও এগ্রো সেক্টরে অবদান রাখায় সিলেটের দেলওয়ারকে সম্মাননা প্রদান

শাবি প্রতিনিধি: | প্রকাশের সময় : মঙ্গলবার ৩১ মে ২০২২ ১০:০৫:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

শাবিতে বাংলাদেশ প্রফেশনাল ফরেস্ট্রি স্টুডেন্ট এসোসিয়েশন (বাপসা) এর আয়োজনে ফরেস্ট ও এগ্রো সেক্টরে বিশেষ অবদান রাখায় সিলেটের মো. দেলওয়ার হোসেনকে সম্মাননা দেয়া হয়েছে। এই সম্মাননা দেশের আরো চারজন অর্জন করেছেন। গত ২৯ মে রোববার সকাল ১১ টায় শাবিতে আয়োজিত অনুষ্ঠানে দেশের ওই ৪ জন উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।

সিলেটের সুগন্ধা নার্সারির মালিক মো. দেলওয়ার হোসেন ছাড়াও সম্মাননাপ্রাপ্ত অপর ৩ জন হলেন, বিডি ক্রিয়েশনের মোস্তফা আহমেদ পিয়াস, ফার্ম ভেলী এগ্রোর হাফিজুর রহমান মনির ও প্যারামাউন্ট এগ্রোর সুলতান মাহমুদ।

বাপসার সভাপতি প্রফেসর ড. রুমেল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাবি ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম এবং প্রফেসর ড. স্বপন কুমার সরকার।

এ উপলক্ষে আয়োজিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. এ জেড এম মঞ্জুর রশিদ। এ সময় আরও বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী, প্রফেসর ড . মোহাম্মদ বেলাল উদ্দীন, সহকারী অধ্যাপক ফাহমিদা সুলতানা, বাপসার ভাইস প্রেসিডেন্ট মেহেদি হাসান জিসান ও উদ্যোক্তা মো. দেলওয়ার হোসেন।