ঢাকা, রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

ফার্মাসী টেকনিশিয়ানদের মধ্যে ফ্রি ফার্মেসী ম্যানেজমেন্ট সফটওয়ার প্রদান

কাজী জমিরুল ইসলাম মমতাজ,সুনামগঞ্জ: | প্রকাশের সময় : রবিবার ১৯ ডিসেম্বর ২০২১ ১২:৫৪:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
বাংলাদেশের ফার্মাসী টেকনিশিয়ানদের কার্যক্রম আরো সহজ করার লক্ষ্যে ফার্মেসী ম্যানেজমেন্ট সফটওয়ার (পিএমএস) বিনামূল্যে প্রদান করার উদ্যেগ গ্রহণ করেছে এম.এস.এইচ নামক ইন্টারনেশনাল এনজিও। 
 
এই সফটওয়ারকে আরো উন্নত এবং সকল ফামার্সিস্টদের কাছে পৌছে দেওয়ার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে যা বাংলাদেশে প্রথম। শনিবার দুপুরে এই কার্যক্রমের অংশ হিসেবে বেটার হেলথ ইন বাংলাদেশ (বিএইচবি) প্রকল্পের মাধ্যমে এমএসএইচ এর টেকনিক্যাল এডভাইজার সৈয়দ রাজিব রহমান সিলেট এবং সুনামগঞ্জ পরিদর্শন করেন এবং ফার্মাসী টেকনিশিয়ানদের মধ্যে ফার্মেসী ম্যানেজমেন্ট সফটওয়ার সর্ম্পকে জ্ঞান প্রদান করেন অন জব ট্রেনিং এর মাধ্যমে। 
 
এই ফার্মেসী ম্যানেজমেন্ট সফটওয়ার (পিএমএস) টির ওয়েবসাইট লিং হচ্ছে https://pharmacyerp.org এই ওয়েবসাইট ভিজিট করলেই একজন ফার্মাসিস্ট লগ ইন করতে পারবে, ফ্রি সফটওয়ারের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে এবং কোন বিষয়ে জানার প্রয়োজন হলে হেল্প সেন্টারের মাধ্যমে সমাধান পাবে।