ফুলবাড়ীয়ায় সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মফিদুল আলম। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী, উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাচন কমিশন অফিসার তাজুল রায়হান, সমাজসেবা অফিসার মোজাম্মেল হক, বিএনপি নেতা রফিকুল ইসলাম মাখন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক লুৎফুল কবির সালেক।
এসময় উপজেলার বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরেন, ডিজিএম আরিফুল হক, ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফুলবাড়ীয়া প্রতিনিধি মোঃ ইমরান হোসাইন, নাগরিক কমিটি তানভীর হাসান, তারেক হাসান, জেলা যুবদলের সহ-সভাপতি আনোয়ার সাহাদাত আনার, দেলোয়ার হোসেন, আলামিন সাতাত, হাসমত আলী মন্ডল প্রমুখ।
বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ