ঢাকা, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

ফুলবাড়ীয়ায় ভুয়া রসিদে টুল আদায়ের অভিযোগ

মোঃ হাবিব, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ ১১:১১:০০ অপরাহ্ন | ময়মনসিংহ

ফুলবাড়ীয়া বাজারে লোড আনলোড করা গাড়ি থেকে ইজারারের টুল আদায়ে নিষেধ থাকলেও খোরশেদ নামে স্বাক্ষরিত ভুয়া রসিদে টুল আদায়ের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে । 

জানাগেছে, ২০২৩-২৪ অর্থবছরের জন্য মাকছুদুর রহমান খোকন ১ কোটি ২৬ লাখ ২৮ হাজার ৭০টাকা মূল্যে বাংলা ১৪৩১ সনে পহেলা বৈশাখ মাস থেকে  আগামী ৩০ শে চৈত্র মাস পর্যন্ত একবছরের জন্য ফুলবাড়িয়া বাজারটি ইজারা নেন। দীর্ঘদিন ধরে ইজারা নিয়ে সুনামের সহিত বাজার পরিচালনা করলেও সম্প্রতি একটি চক্র  তাকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। 

ইজারাদার মাকছুদুর রহমান খোকন জানান, তাকে না জানিয়েই গত কিছুদিন পূর্বে খোরশেদ নামে এক ব্যক্তি বাজারে আসা বিভিন্ন কোম্পানির বড় গাড়ি থেকে ২০ টাকার  টুল আদায়ের  রশিদ পরিবর্তন করে ২৫০ টাকা আদায় করেন। 

বিষয়টি জানার পর সেই রশিদগুলো পুড়িয়ে ফেলি। সেই সাথে ওই ব্যাক্তিকে কোন প্রকার টাকা উত্তোলন না করার নিষেধ করি। সেইসাথে বাজারে আসা লোড - আনলোড করা গাড়িচালকদের কোন প্রকার টুল না দেওয়ার নির্দেশ দেন। এ ঘটনায় তিনি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

এ বিষয়ে অফিসার ইনচার্জ মো. রুকনুজ্জামান বলেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।