ঢাকা, শনিবার ২১ ডিসেম্বর ২০২৪, ৭ই পৌষ ১৪৩১

ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ৫ ডিসেম্বর ২০২১ ১২:২২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করেছে জেলা ছাত্রলীগ। শনিবার রাতে এ সংক্রান্ত সংবাদবিজ্ঞপ্তি প্রেরণ করা হয়েছে। সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ জানান, মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে।

 

তারা জানান, নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের আজ থেকে সাত দিনের মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সরাসরি জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।