ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

ফেনীতে ৩০ কেজি গাঁজা সহ গ্রেফতার- ২

মুঃ ইকরামুল হক, ফেনী : | প্রকাশের সময় : সোমবার ২৭ মে ২০২৪ ০৬:৩৮:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

ফেনীর মহিপালে ৩০ কেজি গাঁজা সহ মোঃ খায়ের আহমেদ (৬০) ও খুরশীদ আলম (৬২)কে গ্রেফতার করেছে ফেনীস্থ র‍্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত  মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। রবিবার (২৬ মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে তাদের গ্রেফতার করা হয়। গতকাল সোমবার (২৭ মে) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা

 

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ শরীফ-উল-আলম জানান, র‌্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কয়েকজন মাদক ব্যবসায়ী মাইক্রোবাস যোগে মাদকদ্রব্য কুমিল্লা থেকে চট্টগ্রামে নিয়ে যাচ্ছে। র‍্যাবের আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী করে। এসময় র‍্যাবকে দেখে মাইক্রোবাসটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। র‍্যাব ধাওয়া করে ফেনী সদর উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত শেখ আহমেদের ছেলে মোঃ খায়ের আহমেদ (৬০) ও একই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে খুরশীদ আলম (৬২)কে গ্রেফতার করে। এসময় র‍্যাব মাইক্রোবাসটি তল্লাশী করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করে। মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

 

তিনি আরো বলেন, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় দীর্ঘদিন যাবৎ ড্রাইভিং পেশার আড়ালে কুমিল্লা জেলা থেকে মাদকদ্রব্য ক্রয় করে চট্টগ্রাম জেলার বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদক সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।