জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে কিশোর মো. আমিন (১৬) হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত ১৩ আগস্ট গ্রেপ্তার হওয়ার পর ৯টি মামলায় মোট ৫৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে সালমান এফ রহমানের।
সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন। এরআগে কিশোর আমিন হত্যা মামলায় সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আবেদন করে পুলিশ।
আবেদনে লিখা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যাত্রাবাড়ীতে গত ২১ জুলাই খুন হন আমিন। এই হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য আসামি সালমান এফ রহমানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।
এদিকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা পৃথক হত্যা মামলায় নতুন করে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান, একাত্তর টিভির সাবেক সাংবাদিক শাকিল আহমেদ ও তার স্ত্রী ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বায়ান্ন/এমএমএল/পিএইচ