ঢাকা, রবিবার ৫ মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১

ফের বাড়তে পারে চিনির দাম

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বুধবার ১০ মে ২০২৩ ০৩:১৯:০০ অপরাহ্ন | অর্থনীতি ও বাণিজ্য

বেশ কিছুদিন ধরে চিনির বাজার বেশ চড়া। সামনে আবারও চিনির বাজারে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। বাজারে খোলা আর প্যাকেটজাত চিনির দাম ফের বাড়ছে।

 

বাণিজ্য মন্ত্রণালয়কে দেওয়া পরামর্শে বাংলাদেশ ট্রেড ও ট্যারিফ কমিশন পরিশোধিত চিনির দাম কেজিতে ১৬ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে বলে জানা গেছে।

 

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, বিশ্ববাজারে অপরিশোধিত চিনির দাম ক্রমাগত বেড়ে গেছে। বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাব সরাসরি দেশের চিনি শোধনাগারগুলোতে পড়ার কারণে এ সুপারিশ এসেছে।

 

সরবরাহকারীদের অনিয়মে বেড়েছে চিনির দাম

ডলার-টাকার বিনিময় হার বেড়ে যাওয়াকেই স্থানীয় বাজারে চিনির মূল্যবৃদ্ধির পেছনে দায়ী করেছে কমিশন। বর্তমানে বাজারে কেজিপ্রতি খোলা চিনির দাম ১০৪ টাকা। অন্যদিকে, প্রতি কেজি প্যাকেটজাত চিনি পাওয়া যাচ্ছে ১০৯ টাকায়।

 

বিশ্ববাজারে চিনির দাম বাড়ার পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রতি দুই সপ্তাহ পরপর পর্যালোচনা করে প্রয়োজনে দাম পরিবর্তনের সুপারিশ করা হয়েছে।