ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

বগুড়া পুলিশ লাইন্স স্কুলের মুকুটে আরও এক সাফল্যের পালক

বগুড়া প্রতিনিধি ঃ | প্রকাশের সময় : মঙ্গলবার ২০ জুন ২০২৩ ১১:৫৩:০০ অপরাহ্ন | জাতীয়

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যাণ্ড কলেজের মুকুটে আরও একটি সাফল্যের পালক যুক্ত হলো। এবার জাতীয় শিক্ষা সপ্তাহে এই প্রতিষ্ঠানের এক শিক্ষার্থী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। বিদ্যালয় শাখার দশম শ্রেণীর ছাত্র মো. শাহরিয়ার ঝলক দেশসেরা স্কাউট নির্বাচিত হয়েছে। সোমবার শিক্ষামন্ত্রী দীপুমনি আনুষ্ঠানিকভাবে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠত্ব অর্জনকারি ঝলকের হাতে পুরস্কার তুলে দিয়েছেন।

বগুড়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পুলিশ লাইন্স স্কুল এণ্ড কলেজ ফলাফলেই শুধু নয়, সহশিক্ষাতেও বরাবরই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে। জাতীয় পর্যায়ে স্কুল ক্রিটে চ্যাম্পিয়ান থেকে শুরু করে বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, ক্রীড়া, নৃত্যসহ বিএনসিসি, কাব ও স্কাউট কার্যক্রমে তারা জেলা পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত অংশগ্রহণ ও শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় ইতিপূর্বে কাব স্কউটে শাপলা অ্যাওয়ার্ড এবং স্কাউটে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জনকারি শিক্ষার্থী ঝলক এবার জাতীয় পর্যায়ে নির্বাচিত হয়েছে শ্রেষ্ঠ স্কাউট।

প্রতিষ্ঠান সূত্র জানায়, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় সেখানে। চারজন শিক্ষক যথাক্রমে আয়েশা সিদ্দিকা, মাসুকুর রহমান সুরুজ, আব্দুল বাছেদ ও খোরশেদ আলম বাবু সার্বক্ষণিকভাবে শিক্ষার্থীদের শরীর চর্চা, ক্রীড়া, নৃত্যসহ নানা ধরণের সহশিক্ষা কার্যক্রম তদারকি করেন। একারণে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সব ধরণের প্রতিযোগিতায় অংশ নিয়ে সফলতা লাভ করছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বিগত ২০১৮ ও ২০২২ সালে জাতীয় পর্যায়ে ক্রিকেটে এবং ২০১৯ সালে ফুটবলে চ্যাম্পিয়ন হয় পুলিশ লাইন্স স্কুল এণ্ড কলেজ। এছাড়া স্বাধীনতা কাপ ক্রিকেটে পর পর চার বার জেলায় অপরাজিত চ্যাম্পিয়ন রয়েছে এই প্রতিষ্ঠান। ক্রীড়াঙ্গণে প্রতিষ্ঠানটি সাফল্যের ফলেই এখান থেকে শফিউল ইসলাম সুহাস ও তৌহিদ হৃদয়ের মতো জাতীয় পর্যায়ের ক্রিকেটার বেরিয়ে এসেছে। এছাড়া ফুটবল কিংবদন্তি জিনেদি জিদানের আমন্ত্রণে এই শিক্ষা প্রতিষ্ঠানের ফুটবল খেলোয়াড় ৬জন শিক্ষার্থী ২০০৮ সালে ফ্রান্সে যাওয়ার সুযোগ পায়। বগুড়ায় দীর্ঘদিন হকি খেলা বন্ধ থাকলেও পুলিশ লাইন্স স্কুল এণ্ড কলেজের শিক্ষার্থীরা এখন পুরোদমে হকি খেলাও শুরু করেছে। সহশিক্ষায় শুধু খেলাধুলাতেই নয়, বিতর্ক প্রতিযোগিতা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতায় অংশ নিয়েও স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাফল্য লাভ করছে এখানকার শিক্ষার্থীরা।

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত শাহরিয়ার ঝলক জানায়, তার স্কুল শিক্ষক মায়ের অনুপ্রেরণাতেই মূলত স্কাউটিংয়ে যুক্ত হয় সে। তার মা সৈয়দা জায়েদুন নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং তিনি নিজেও বিদ্যালয়ের কাব স্কাউট শিক্ষক। এছাড়া তার বাবা ফিস ব্যবসায়ী আলফাজ উদ্দিন পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা গ্রহণে যথেষ্ট উৎসাহ যোগান। এবার জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলা থেকে জেলা এরপর বিভাগ হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেয় ঝলক। ঝলকের সঙ্গে জাতীয় পর্যায়ে আরও ৮জন প্রতিযোগী ছিলো। সকল বিভাগের একজন করে এবং ঢাকা মহানগরের একজনসহ মোট ৯জন অংশ নেয়। ওই ৮জনকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের মুকুট ওঠে বগুড়ার শাহরিয়ার ঝলকের মাথায়।