ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

বগুড়ার কাহালুতে প্রাইভেটকার-পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষ॥ হত ৪

বগুড়া প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ১৬ জুলাই ২০২২ ০৭:২৫:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়া-নওগাঁ সড়কে বগুড়ার কাহালু উপজেলার দরগাহাট এলাকায় শনিবার সকালে প্রাইভেটকার ও পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে পিতা পুত্রসহ ৪ জন নিহত হয়েছেন। এরা হলেন- আব্দুর রহমান(৩৫), তমশের আলী মাস্টার(৭০), ফজলে রাব্বী টগর(৩২) ও সাগর(৩০। এঘটনায় শাকিল(২৫) নামে আরো এক জন আহত হন। সে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৮টার দিকে বগুড়াগামী একটি প্রাইভেটকারের সঙ্গে নওগাঁগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। দরগাহাট ক্যালারপুকর নামক স্থানে এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাইভেটকারের ৩ যাত্রী মারা যান। এতে আহত হন আরো ২ জন। খবর পেয়ে ফায়ার সর্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। দুর্ঘটনায় প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর আব্দুর রহমান নামে এক ব্যক্তি মারা যান। পুলিশ ও নওগাঁর ধামুইরহাট এলকার মহিলা ইউপি সদস্য(সংরক্ষিত) ফেরদৌসি রহমান জানান, প্রাইভেটকারে ৫ জন ছিলেন। এদের তমছের আলী অসুস্থ্য ছিলেন। তার চিকিৎসার জন্য ছেলেসহ কয়েকজন ধামুরইরহাট থেকে বগুড়া আসছিলেন। তমশের আলীর জামাই আজিজার রহমান জানান, তার অসুস্থ্য শ^শুরের চিকিৎসার জন্য শ্যালক টগর এক বন্ধুর গাড়িতে করে ধামুরহাট থেকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতলে নিয়ে আসছিলেন। গাড়িতে টগরের কয়েক বন্ধুু ছিলো। পথে এই দুর্ঘটনা ঘটে। তমছের আলী ধামুরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সেখানকার এক কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন বলে তিনি জানান। কাহালু থানার ওসি আমবার হোসেন জানিয়েছেন, পিকআপ ভ্যান ও প্রাইভেট কার আটক করা হয়েছে।