ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

বগুড়ায় কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান

বগুড়া প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ২৩ জুলাই ২০২৩ ০১:১০:০০ অপরাহ্ন | শিক্ষা
গতকাল শনিবার সকালে জিলা স্কুল অডিটোরিয়ামে কিন্ডার গার্টেন কল্যাণ এসোসিয়েশন বগুড়ার আয়োজনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান করেন প্রধান অতিথি বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

বগুড়ায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে জিলা স্কুল বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে কিন্ডার গার্টেন কল্যাণ এসোসিয়েশন বগুড়া এ অনুষ্ঠানের আয়োজন করে। 

সংগঠনের সভাপতি মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে উচ্চ শিক্ষার বিকল্প নাই। মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় আগ্রহী করে তুলতে এরকম আয়োজন নিয়মিত হওয়া দরকার। শিক্ষার্থীরা সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করবে। এছাড়া স্মার্ট বাংলাদেশ ও সমৃদ্ধ দেশ গড়তে সকলের জ্ঞান ও শিক্ষা নিশ্চিত করে করতে হবে।  তাহলে এদেশ আরো এগিয়ে যাবে। 

কিন্ডার গার্টেন কল্যাণ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আহসান কবীর মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার ডিরেক্টর (অবঃ) বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ, জলেশ^রীতলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ্যাডোনিস বাবু তালুকদার, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোছা. মাফরুহা জোয়ায়রা, কিন্ডার গার্টেন কল্যাণ এসোসিয়েশন বগুড়ার সাবেক সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী, ইউনিক পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. তনছের আলী প্রামানিক, বগুড়া স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শফিউল আলম লিমন, আল আমিন প্রকাশনীর স্বত্ত্বাধিকারী আলমগীর হোসেন, মীম কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলাম মৃধা, আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মানিকুর রহমানসহ প্রমুখ। 

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত ৩৫০ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এরমধ্যে বৃত্তিপ্রাপ্ত ১৬৩জন ইউনিক পাবলিক স্কুলের শিক্ষার্থী।