ঢাকা, শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৬ই অগ্রহায়ণ ১৪৩১

বগুড়ায় সাহিত্য মেলার উদ্বোধন

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : মঙ্গলবার ১৫ নভেম্বর ২০২২ ১০:১২:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়ার সাহিত্য সংরক্ষণে স্থানীয় লেখকদের নিয়ে প্রকাশনা বের করবে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. জিয়াউল হক মঙ্গলবার সকালে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানিয়েছেন।

বগুড়া জিলা স্কুল মাঠে জেলা সাহিত্য মেলা উপলক্ষে সকাল ১০টার দিকে এই আলোচন সভা হয়েছে। এর আগে বেলুন উড়িয়ে দিনব্যাপী এই জেলা সাহিত্য মেলা ২০২২ এর উদ্বোধন করা হয়। বাংলা একাডেমির সমন্বয়ে সংস্কৃতি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এই সাহিত্য মেলার আয়োজন করে বগুড়া জেলা প্রশাসন। 

সভায় জেলা প্রশাসক জিয়াউল হক বলেন, মুক্তমনের চর্চাকে আরও বেশি গণমুখী করাই এ সাহিত্য মেলার লক্ষ্য। এখানে ছাত্র-ছাত্রীদেরও অন্তর্ভূক্ত করা হয়েছে। কারণ তাদের মাঝে এখনই সাহিত্য মেলার ধারণা ছড়িয়ে দেয়া প্রয়োজন।

প্রধান অতিথি আরও বলেন, বগুড়ায় স্থানীয় অনেক লেখক রয়েছেন। তারা সাহিত্যের বিভিন্ন শাখায় চর্চা করেন। শুধু শুধু সাহিত্য মেলা করে তেমন কোনো ফল পাওয়া যাবে না। এ জন্য সাহিত্য মেলা নিয়ে একটি পাবলিকেশন্স করা হবে। এতে স্থানীয় লেখকদের জেলার সাহিত্য নিয়ে লেখা থাকবে। তা না হলে জেলার সাহিত্য-শিল্প মূল্যায়িত হবে না।

এর আগে আলোচনায় সংস্কৃতি মন্ত্রনালয়ের উপসচিব আহমেদ শিবলী বলেন, সংস্কৃতি মনস্ক মেধাবী জাতি তৈরি করাই এ মন্ত্রনালয়ের কাজ। প্রত্যেক জেলার আলাদা ধরনের সাহিত্য, সংস্কৃতি রয়েছে। সেগুলোকে তুলে ধরতে হবে। এ জন্য এমন সাহিত্য মেলার আয়োজন। আজকের এই সাহিত্য মেলা বগুড়ার সাহিত্য  চর্চার ক্ষেত্রকে আরও এগিয়ে নিয়ে যাবে এটাই কামনা।

সাহিত্য মেলার উদ্বোধন ও আলোচনা সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ। এতে প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমির উপপরিচালক ড. এ কে এম কুতুবউদ্দিন। 

এসময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, কবি ও লেখক বজলুল করিম বাহার। 

এ ছাড়া জেলার বিভিন্ন কবি-সাহিত্যিক, শিক্ষক, শিক্ষার্থীরা এ সভায় উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই মেলায় বগুড়া জেলার সাহিত্য, কবিতা, ছড়া, নাটক নিয়ে আলোচনা হবে। দুপুরে লেখকদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে।