মৌলভীবাজারের বড়লেখায় খালের পানিতে পড়ে নিখোঁজের প্রায় ৮ ঘন্টা পর শিশু রাহিমুল সাজিদ (৭) এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ০৬ জুন ২০২৪ ইং, রাত ১০টার সময় বাড়ির পাশ থেকে কিছুটা দূরে খালেই তার লাশ খুঁজে পাওয়া যায়।
এর আগে ওইদিন দুপুর ২টার সময় উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সোয়ারারথল দেওছড়া খালের পানিতে পড়ে ওই শিশু তলিয়ে যায়। খালে স্রোত থাকায় লাশ কিছুটা দূরে চলে যায়।
সাথে থাকা আর ও দুটি ছেলে চিৎকার করলে আব্দুল আলিম, ও আব্দুর রহমান, এসে পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। তারপরে এলাকার লোকজন এসে সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করেন।
ওইদিন বিকেলে খবর পেয়ে সন্ধ্যা থেকে রাত আটটা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল খালের নেমে উদ্ধার তৎপরতা চালিয়েও তাকে খুঁজে পায়নি।
নিহত শিশু সাজিদ দক্ষিণ শাহবাজপুর ইউপির এর ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রহিমের ছেলে।
নিহত শিশুর স্বজন ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর দুইটার সময় সাজিদ বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া দেওছড়া খালের পাশে বন্ধুদের সাথে খেলছিল। একপর্যায়ে সে খালের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে সাজিদের বন্ধুরা বিষয়টা তার পরিবারকে জানায়। এরপর স্থানীয়দের পাশাপাশি স্বজনরা খালের পানিতে নেমে তাকে খু্ঁজতে থাকেন। পরে বিষয়টা বড়লেখা ফায়ার সার্ভিসকে জানানো হয়। বড়লেখা ফায়ার সার্ভিস থেকে খবর পেয়ে বিকালে, পরবর্তীতে সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে যোগাযোগ করা হলে, তারা সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যায় খালে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু রাত ৮টা পর্যন্ত উদ্ধারকারী দল অভিযান চালিয়েও ওই শিশুর কোনো সন্ধান পায়নি। কিন্তু স্বজনরা সাজিদকে খোঁজাখুঁজির অব্যাহত রাখেন। রাত ১০টার সময় বাড়ির পাশ থেকে কিছুটা দূরে ওই খালের পানিতেই শিশু সাজিদের নিথর দেহ খুঁজে পান তারা। এরপর লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে লাশ উদ্ধারের খবর পেয়ে বড়লেখা আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসেন।
বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামীম মোল্লা বৃহস্পতিবার রাতে বলেন, খালের পানিতে পড়ে এক শিশু নিখোঁজ হয়। আমরা বিকেল ৪টার সময় খবর পাই। পরে সিলেট থেকে ডুবুরি দল এসে খালে নেমে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু রাত ৮টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়ে ওই শিশুর কোনো সন্ধান মেলেনি। শুক্রবার সকালে আবারও উদ্ধার অভিযান চালানোর কথা ছিল। যেহেতু ওই শিশুকে পাওয়া গেছে, তাই উদ্ধার অভিযান স্থগিত করা হবে।
বড়লেখা থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তী বলেন, খালের পানি থেকে শিশুর লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।
শুক্রবার ০৭ জুন ২০২৪ ইং, সকাল দশটার সময় সুজাউল সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার মাঠে তার জানাজা সম্পূর্ণ হয়েছে বলে জানা যায়।