ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১
বোয়ালখালী উপজেলা নির্বাচন :

বর্তমানে উপজেলা চেয়ারম্যানের শোচনীয় পরাজয়

মুহাম্মদ জুয়েল, বোয়ালখালী : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩০ মে ২০২৪ ০৩:৩১:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজার দোয়াত-কলম প্রতীকের ভরাডুবি।

 

বুধবার রাতে আনুষ্ঠানিক ফল ঘোষণায় দেখা গেছে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা পরাজিত হয়েছেন। সেখানে বিজয়ী হয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. জাহেদুল হক। জাহেদুল হক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি’র পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান। পক্ষান্তরে রেজাউল করিম রাজা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে বেশ প্রভাবশালী নেতা ও ২০২৩ সালে উপ-নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে ছিলেন।

 

বুধবার রাতে ঘোষিত ফলাফল অনুযায়ী নবনির্বাচিত প্রার্থী মো. জাহেদুল হকের হেলিকপ্টার প্রতীকে পড়েছে ৩০ হাজার ৫৭৭ ভোট আর রেজাউল করিম রাজার দোয়াত-কলম প্রতীকে পড়েছে ১১ হাজার ৫৩৭ ভোট। এতে বর্তমান চেয়ারম্যান রাজা হয়েছে তৃতীয়।

 

বোয়ালখালী  উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মঈনুল হক রাত সাড়ে ১১টার দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৩ হাজার ৪২২টি ভোট বাতিল করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার মঈনুল হক বলেছেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে হেলিকপ্টার প্রতীকের জাহেদুল  ৩০ হাজার ৫৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তবে বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম রাজা ১১ হাজার ৫৩৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থান রয়েছেন।

 

বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে মোট ২ লাখ ১০ হাজার ৩৬০ জন ভোটারের মধ্যে ৮০ হাজার ৫৬৭ জন ভোট দিয়েছেন। ভোটের হার ৩৮ দশমিক ৩০ শতাংশ। নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে ৩১ হাজার ৩১০ ভোট পেয়ে মোহাম্মদ মীর নওশাদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে ৩১ হাজার ৩৯ ভোট পেয়ে মোছাম্মৎ উম্মে সালমা নির্বাচিত হয়েছেন।