ঢাকা, শুক্রবার ৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫শে মাঘ ১৪৩১

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শরীফুল ইসলাম সুজন, মাদারীপুর | প্রকাশের সময় : বুধবার ১ জানুয়ারী ২০২৫ ০৪:৫৮:০০ অপরাহ্ন | দেশের খবর

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। 

বুধবার সকালে মাদারীপুর লেকপাড় মুক্তাঙ্গনে জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান জাকিরের সভাপতিত্বে, সদস্য সচিব কামরুল হাসানের পরিচালনায় একাংশ মিছিল ও আলোচনা আয়োজন করে। 

উক্ত সভায় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. জামিনুর হোসেন মিঠু, জেলা যুবদলের সাবেক সভাপতি মোফাজ্জেল হোসেন খান, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদার, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মাতুব্বর, জেলা যুবলের সভাপতি ফারুক বেপারী, জেলা কৃষকদলের সদস্য সচিব অহিদুজ্জামান খান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহিন মৃধা প্রমূখ। 

এসময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। দেশের প্রতিটি গনতান্ত্রিক আন্দোলনে ছাত্রদল নেতৃত্ব দিয়েছেন। আগামীতে সাম্য ও মানবিক বাংলাদেশ গঠনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

আরেকাংশ মাদারীপুর পৌরসভা ঈদগাহ মাঠে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রোমানের সভাপতিত্বে ,যুগ্ম আহবায়ক নাসির হোসেনের পরিচালনায় মিছিল ও আলোচনা সভা আয়োজন করে। 

সভায় উপস্থিতি ছিলেন- কেন্দ্রীয় নেতা এবিএম মাহমুদ আলম সরদার, জেলা বিএনপি নেতা নজরুল ইসলাম লিটু, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান খান ফুকু, জেলা সেচ্ছাসেবক দলের সহ সভাপতি দুলাল বেপারী, জেলা ছাত্রদলের প্রবাবশালী যুগ্ম আহবায়ক বিএম নাজমুল হাচান মিলন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক পলাশ খান, জেলা ছাত্রদল নেতা তুষার আহমেদ রুবেল প্রমূখ।

এময় প্রধান অতিথির বক্তব্যে এবিএম মাহমুদ আলম সরদার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ দলে মেধাবী ও শিক্ষিত ছাত্র ছাত্রীদের যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশকে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে হতে। একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে মানবিক বাংলাদেশ গঠন করতে হবে। সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার রুখতে হবে।

বায়ান্ন/প্রতিনিধি/একে