ঢাকা, শুক্রবার ৩ মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

বাংলার মানুষ দূর্নীতিবাজকে ক্ষমতায় দেখতে চায়না- শিক্ষামন্ত্রী

ভোলা প্রতিনিধিঃ | প্রকাশের সময় : শনিবার ২৯ এপ্রিল ২০২৩ ০৭:৩৭:০০ অপরাহ্ন | শিক্ষা

 

শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি বলেছেন, বাংলার মানুষ দূর্নীতিবাজদেরকে ক্ষমতায় দেখতে চায়না। হাওয়া ভবন সৃষ্টি করে দেশের টাকা লুটপাট করেছে। ২৯ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।

অধ্যক্ষ আবুল হাসেম মহাজের সভাপতিত্বে তিনি আরো বলেন, জিয়াউর রহমান অবৈধ ভাবে সামরিক শাসন দিয়ে ক্ষমতায় এসেছেন। সেই বিএনপি এখন আবার গণতন্ত্রের কথা বলে মানুষকে ধোকা দেয়ার চেষ্টা চালাচ্ছেন। মুক্তিযোদ্ধের চেতনাকে ভূলণ্ঠিত করে দেশ একটি অনুন্নত দেশে পরিনত করেতে চেয়েছিল। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষের সমর্থণ নিয়ে আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। আগামী নির্বাচনে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের দলকে ক্ষমতায় আনার জন্যে নিরলস ভাবে কাজ করার উদাত্ত আহবান জানান।

বিশেষ অতিথি হিসাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। এই সময় জাতীয় বিশ^ বিদ্যালয়ের ভাইস চ্যালসলর প্রফেসর মোঃ মশিউর রহমান, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুর রহমান, জেলা প্রশাসক তৌফিক-ই-এলাহী, পুলিশ সুপার সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল নোমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনির আহম্মেদ শুভ্র উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পূর্বে বঙ্গবন্ধুর প্রতীকৃতে মাল্যদান, শেখ রাসেল বিনোদন পার্ক, জ্যাকব টাওয়ার, ফ্যাসন স্কয়ার, বেগম রহিমা ইসলাম কলেজে, বৃক্ষরোপন, অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন, পরিদর্শন, বৃক্ষরোপনসহ কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন ডঃ দিপু মনি।