কলকাতা: বাজারে দু’হাজার রুপির নোট আসছে। তাই পুরোনো নোটগুলো বাজার থেকে সরিয়ে নেওয়া হবে।
সেজন্য সমস্ত ব্যাংককে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে গ্রাহকদের সব নোট ব্যাংকে জমা দিতে হবে। ওই সময়ের মধ্যে দু’হাজার রুপির যে নোট বাজারে আছে তা তুলে নিতে চাইছে। তারপর নতুন নোট বাজারে আনা হবে বলে ইঙ্গিত দিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)।
শুক্রবার( ১৯ মে) এক বিজ্ঞপ্তিতে আরবিআই জানিয়েছে, অবিলম্বে ২ হাজার রুপির নোট ব্যবহার বন্ধ করতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে। পাশাপাশি কারো কাছে ২ হাজার রুপির নোট থাকলে ব্যাংকে জমা করতে হবে।
আরবিআই জানিয়েছে, এটি তাদের ক্লিন নোট পলিসির অঙ্গ। যেগুলো বর্তামানে বাজারে আছে সেগুলির ৮৯ শতাংশই ২০১৬-র নভেম্বরে বাজারে ছাড়া হয়েছিল। তবে নতুন নোটের চেহারা কেমন হবে তা এখনও স্পষ্ট করেনি আরবিআই।
যদিও ভারতের বাজারে দু’হাজার রুপির নোট প্রায় দেখাই যায় না। এটিএমে বা যেকেনো লেনদেনে পাঁচশো রুপির নোটই মেলে। দু’হাজার রুপির নোট বেসরকারিভাবে বহুদিন আগেই বাজার থেকে উধাও। তবে শুক্রবার সরকারিভাবে নির্দেশনা দিল রিজার্ভ ব্যাংক।
ভারতে ২০১৬ সালের ৮ নভেম্বর রাত থেকে দেশে পুরনো ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করা হয়েছিল। পরিবর্তে কিছুদিন পর নতুন ৫০০ ও ২০০০ রুপির নোট বাজারে এনেছিল রিজার্ভ ব্যাংক। কিন্তু, প্রথম থেকেই দু’হাজার রুপির নোট নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। এমন কথাও প্রচার হয়ে যায়, ওই নোটের মধ্যে নাকি চিপ বসানো আছে। যার ফলে নাকি নোট হাত বদলের যাবতীয় তথ্য সরকারের কাছে চলে যায়। এরফলে অনেকেই দু’হাজার রুপির নোট নিতে চাইতেন না। ধীরে ধীরে বাজার থেকে উধাও হয়ে যায় সে নোট। যদিও সরকারিভাবে সেসব কথা স্বীকার করেনি।