শিক্ষার্থী হত্যার দায়ে মামলা হয়েছে অন্তর্বর্তী সরকারের নতুন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীনের বিরুদ্ধে। এমন দাবি ওঠার পর তিনি কোনো মামলার আসামি কিনা জানেন না বলে জানিয়েছেন তিনি। এমনকি যে এজাহারটি হয়েছে সেটিতে তার বাবার নামের মিল নেই বলেও জানান নতুন উপদেষ্টা।
সোমবার (১১ নভেম্বর) নিজ কার্যালয়ে প্রথম দিন দায়িত্ব পালনে এসে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা।
সেখ বশিরউদ্দীন বলেন, কোনো মামলার আসামি কিনা তা জানা নেই। কেননা এজাহারে বাবার নামে মিল নেই।
এ ব্যাপারে তিনি আরও বলেন, আমি খুব ভালো জানি না। আমাদের লিগ্যাল টিম ব্যাপারটা দেখছে। ওখানে আমার বাবার নামে কিছু সঙ্গতি আছে, কিছু অসঙ্গতি আছে। এটা আসলে আমি কিনা সেটাও নিশ্চিত জানি না। নিশ্চিত হলে এটা লিগ্যালি ফেস করবো।
বাজারে স্বস্তি ফেরাতে কাজ করবেন উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ব্যবসায়ী হিসেবে সব কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছি। কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করতে নয়, বরং মানুষের জন্য কাজ করতে এ দায়িত্বে এসেছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ছাত্র আন্দোলনের চেতনার সঙ্গে ছিলাম। যারা আন্দোলন করেছেন, তাদের আবেগের সঙ্গে আমার কোনো দ্বিমত নেই। আবেগ সঠিক।
গতকাল রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে শপথ নেন শিল্পপতি সেখ বশিরউদ্দীন। তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার পর রাতেই বঙ্গভবনের সামনে মশাল মিছিল করে গণঅধিকার পরিষদ। রাতে যশোরে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী আন্দোলন। আন্দোলনকারীদের দাবি, অভ্যুত্থানের সময় সেখ বশির ছাত্র-জনতার বিপক্ষে ছিলেন। তার নামে শিক্ষার্থী হত্যার দায়ে মামলা হয়েছে বলেও দাবি করা হয়।
বায়ান্ন/একে