ঢাকা, রবিবার ২২ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ ১৪৩১

বানিয়াচংয়ে পাঁচ শতাধিক দেশীয় অস্ত্র জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২১ ডিসেম্বর ২০২১ ০৪:৫৩:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

হবিগঞ্জের বানিয়াচংয়ে পাঁচ শতাধিক দেশীয় অস্ত্র জব্দ করেছে পুলিশ। সোমবার সকাল ১১ টার দিকে জেলার পুলিশ সুপার এসএম মুরাদ আলীর নির্দেশনায় পুলিশের একটি দল ১১ নং মক্রমপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত পুরাণ পাথারিয়া গ্রাম থেকে এসব অস্ত্র জব্দ করে।

পুলিশ জানায়, দীর্ঘসময় ব্যাপী অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এসব অস্ত্রের মধ্যে ছিলো টেটা, ফিকল, রামদা, ঢাল ইত্যাদি।

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা এড়াতে অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এই অভিযান অভ্যাহত থাকবে বলে জানান তিনি।