ঢাকা, বুধবার ২২ মে ২০২৪, ৭ই জ্যৈষ্ঠ ১৪৩১

বানিয়াচংয়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

বানিয়াচং প্রতিনিধি : | প্রকাশের সময় : শুক্রবার ১৯ নভেম্বর ২০২১ ০৮:৩০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

হবিগঞ্জ বানিয়াচং আঞ্চলিক সড়কের কালারডুবা এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজি অটোরিক্সার ধাক্কায় জান্নাতুল ফেরদৌস (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে একই পরিবারের আরো ৩ সদস্য। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শিশু জান্নাতুল ফেরদৌস হবিগঞ্জ শহরতলীর ভাদৈ গ্রামের সোহাগ মিয়ার কন্যা। আহতরা হলেন নিহত শিশুর পিতা সোহাগ মিয়া, মা শিফা আক্তার ও ভাই ইব্রাহিম মিয়া।

 

হবিগঞ্জ সদর থানার (ওসি) মোঃ মাসুক আলী জানান, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ভাদৈ এলাকা থেকে একটি সিএনজি অটোরিক্সা ভাড়া নিয়ে সোহাগ মিয়া ও তার পরিবারের সদস্যরা শ্বশুর বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। পথিমেধ্য কালারডুবা এলাকায় পৌছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এসময় সিএনজি অটোরিক্সাটি দুমড়ে মুছড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু জান্নাতুলকে মৃত ঘোষণা করেন।

 

নিহত শিশুর মা শিফা আক্তার জানান, তারা সিএনজি অটোরিক্সাতে উঠার পর থেকেই চালককে ধীরে ধীরে চালাতে অনুরোধ করেন। কিন্তু চালক দ্রুত গতিতে চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ কথা বলার পরপরই তিনি কান্নায় ভেঙে পড়েন। এদিকে, দুর্ঘটনার পর সিএনজি উদ্ধার করা হলেও চালক পলাতক রয়েছে।