ঢাকা, সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

বানিয়াচংয়ের ত্রিপল মার্ডারের মূল হোতা গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ১১ মে ২০২৪ ০৮:৪২:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষে ত্রিপল মার্ডারের মূল হোতা সিএনজি স্ট্যান্ড ম্যানেজার বদলরুল আলম বদিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোররাতে ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার নুরপুর গ্রামের পুকুরপাড় এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার আগুয়া গ্রামের মৃত হাজী হিরা মিয়ার ছেলে।

শনিবার বিকেল সাড়ে ৫টায় বানিয়াচং থানায় প্রেস কনফারেন্সের মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।

তিনি জানান, গত বৃহস্পতিবার দুপুরে আগুয়া বাজারে সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনের সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সিরাজ মিয়া ও আব্দুল কাদির। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে লিলু মিয়া নামে আরেকজনের মৃত্যু হয়। এর পরপরই এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। ভোররাত সাড়ে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার নুরপুর পুকুরপাড় এলাকা থেকে মুলহোতা বদরুল আলম বদিকে গ্রেফতার করা হয়। অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, সন্ধ্যায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।