বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বাঁদুর ঝর্ণার পাশে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আপন দুই ভাই বোনের আহনাফ আকিব (২২) ও আদনীনের (১৮) দুই জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা।
শনিবার (২৫ ডিসেম্বর) সকালে বোন আদনীনের ও দুপুরে আহনাফ আকিব রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের বেতছড়ার বাঁদুর ঝর্ণার পাশে সাঙ্গু নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বান্দরবান থেকে ১০জনের একদল পর্যটক নৌকায় যোগে সাঙ্গু নদী পথে প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করতে তারাছা এলাকা বেতছড়া ঘুরতে যায়। এসময় বাঁদুর ঝর্ণার পৌঁছলে পাশে সাঙ্গু নদীতে গোসল করতে নামেন আট জন পর্যটক। এক পর্যায়ে নদীর পানি স্রোতে ভেসে যায় তারা।
খবর পেয়ে স্থানীয়রা ৬ জনকে জীবিত উদ্ধার করলেও দুই জন নিখোঁজ হয়। ওই সময় ঘটনাস্থলে পানিতে ডুবে মারিয়া ইসলাম(১৯) মারা যান। শীত মৌসুমে নদীর পানি প্রচন্ড ঠান্ডা পাশাপাশি অন্ধকার নেমে আসার কারণে গতকাল নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে সক্ষম হয়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এ বিষয়ে বান্দরবান রোয়াংছড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মান্নান জানান, সাঙ্গু নদীতে ডুবে যাওয়ার পর্যটক দুই ভাই-বোনের লাশ প্রায় ২১ ঘণ্টা পর উদ্ধার হয়। আইনানুগ শেষে মৃতের পরিবারের কাছে লাশগুলি হস্তান্তর করা হয়েছে।