ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১

বালাগঞ্জে এডভোকেসি বিষয়ক প্রশিক্ষণ

বালাগঞ্জ প্রতিনিধি: | প্রকাশের সময় : বুধবার ১৭ মে ২০২৩ ০৭:৫৬:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

 

 

সিলেটের বালাগঞ্জে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় এডভোকেসি নেটওয়ার্কের সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারী ক্ষমতায়ন, এডভোকেসি বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ আজ দ্বিতীয় দিন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বুধবার  সকাল থেকে দুপুর পর্যন্ত ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ইউরোপিয়ার ইউনিয়নের অর্থায়নে ক্রিশ্চিয়ান এইডের কারিগরি সহযোগীতায়  বালাগঞ্জ নিরাপদ ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বালাগঞ্জ উপজেলা ওয়েভ ফাউন্ডেশন কমিটির সাধারণ সম্পাদক রজত চন্দ্র দাস ভূলনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েভ ফাউন্ডেশনের সভাপতি এম.এ মতিন। অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ। স্বাগত বক্তব্য রেখেছেন ওয়েভ ফাউন্ডেশনের সহসভাপতি শাহাব উদ্দিন শাহিন।

প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন সিলেট বিভাগের সমন্বয়কারী মো. শাহজাহান। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুস শহিদ দুলাল, শিক্ষক লালমোহন দাশ নান্টু, আহমদ আলী, সাংবাদিক রাজিন আহমদ, শিক্ষক ও সাংবাদিক জাগির হোসেন, ওয়েভ প্রতিনিধি জুবায়ের আহমদ সহ কমিটির সকল সদস্য।