ঢাকা, শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

বালিয়াডাঙ্গী ভানোর এনএইচ উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: | প্রকাশের সময় : বুধবার ২৯ ডিসেম্বর ২০২১ ০৪:৩০:০০ অপরাহ্ন | দেশের খবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর এনএইচ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।  ৪ তলা বিশিষ্ট ভবনের নির্মান ব্যয় প্রায় ৮৫ লাখ টাকা।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজনের সভাপতিত্বে,  বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) যোবায়ের হোসেন, জেলা পরিষদের সদস্য মোঃ হুমায়ুন কবির, ভানোর  ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব সরকার, স্থানীয় নেতৃবৃন্দ, ভানোর এনএইচ উচ্চ বিদ্যালয়ের  শিক্ষকবৃন্দ, হিন্দু মহাজোটের সভাপতি সুজন ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।