ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১

বালিয়াডাঙ্গীতে ইএসডিও'র যুবদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : | প্রকাশের সময় : সোমবার ২৯ নভেম্বর ২০২১ ০৮:২৯:০০ অপরাহ্ন | গণমাধ্যম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দিন ব্যাপি কোভিড-১৯ বিষয়ক ক্যাম্পেইন এর জন্য যুবদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হল রুমে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)'র আয়োজনে এবং হেকস ইপার এর সহায়তায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেন উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন ইএসডিও'র রিভাইভ প্রকল্পের প্রোজেক্ট কোর্ডিনেটর মোঃ মাহাবুবুল হক। এ সময় রিভাইভ প্রকল্পের প্রজেক্ট অফিসার, উপজেলা অফিসার ও কমিউনিটি ডেভলপমেন্ট অর্গানাইজারসহ যুবরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সকলের সার্বিক প্রচেষ্ঠায় আমাদের কোভিড-১৯ মোকাবিলা করতে হবে। কোভিড-১৯ মোকাবিলায় ইএসডিও রিভাইভ প্রকল্পের যুবরা সক্রিয় ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। এই প্রশিক্ষণের মাধ্যমে  প্রকল্পের সকল উপকার ভোগীর কোভিড-১৯ সচেতনতা বৃদ্ধি পাবে।