ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

বালিয়াডাঙ্গীতে ছাত্রলীগ নেতা সন্ত্রাসী হামলার শিকার

বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১১ জানুয়ারী ২০২২ ০৪:৫৫:০০ অপরাহ্ন | দেশের খবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক (২৩) নামে এক ছাত্রলীগ নেতা স্থানীয় সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার (০৯ জানুয়ারি) রাতে উপজেলার পাড়িয়া ইউনিয়নের পাড়িয়া কেন্দ্রীয় মসিজদের সামনে এ ঘটনা ঘটে। তিনি  ওই ইউনিয়নের দক্ষিণ পাড়িয়া গ্রামের হকের ছেলে।

জানা যায়,  ঘটনার দুদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন মামলা হয়নি। পুলিশ বলছে ছাত্রলীগ নেতা অথবা তাঁর পরিবারের কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তবে এদিকে সোমবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিমুন সরকার এক প্রতিবাদ লিপিতে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার সকালে ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক জানান, পূর্ব শত্রুতার জের ধরে রাতের বেলা একা পেয়ে মারধর করিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। শীতের কাপড় শরীরে থাকার কারণে শরীরে অস্ত্রের আঘাত লাগেনি। তবে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছি। উপজেলা ও জেলা পর্যায়ের ছাত্রলীগের নেতারা ন্যায় বিচারের আশ্বাস দিয়েছেন।



বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মুন্না জানান, ঘটনার সাথে জড়িতদের ৪৮ ঘন্টার মধ্যে শাস্তির আওতায় না আনা হলে আমরা কঠোর আন্দোলনে নামবো।

বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন, থানায় লিখিত এজাহার দিলে পুলিশ তদন্ত সাপেক্ষে ঘটনার সহিত জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।