গাজীপুর মহানগরের প্রাণকেন্দ্র চৌরাস্তা রহমান শপিং সেন্টারের সামনে বাসন মেট্রো থানা প্রেসক্লাবের উদ্যোগে, (১৬ জুন) রোজ শুক্রবার দুপুর ১২ টার সময়, ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা, এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক আজকের আলোকিত সকাল নির্বাহী সম্পাদক এম এ কাজল খান, বাসন মেট্রো থানা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক জনবাণী গাজীপুর জেলা প্রতিনিধি মেহেদী হাসান, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং এশিয়ান টেলিভিশন গাজীপুরের কাপাসিয়া প্রতিনিধি ও দৈনিক আমার সংবাদ বাসন প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং দৈনিক গণকণ্ঠ গাজীপুর রিপোর্টার ও দৈনিক বায়ান্ন পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ রেজাউল করিম মজুমদার, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সহ সভাপতি এবং দৈনিক বাংলাদেশ সমাচার গাজীপুর প্রতিনিধি নাসিমা আক্তার রেনু, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক এবং দৈনিক আজকের আলোকিত সকাল গাজীপুর প্রতিনিধি এসএম জাহিদ হোসেন, বাসন মেট্রো থানা প্রেসক্লাবে কোষাধক্ষ মুন্নি আক্তার, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা আক্তার তমা, রিনা, সাপ্তাহিক বিশ্ববাংলা ফটোসাংবাদিক হিরা সরকার, দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার উপ-সম্পাদক দেবাশীষ রায় সহ আরো উপস্থিত ছিলেন সাংবাদিক জগতের বিভিন্ন নেতৃবৃন্দরা। ঐক্যবদ্ধভাবে বক্তব্যে বলা হয়, জামালপুরের বকশীগঞ্জে ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে প্রকাশ্য পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা, এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ, আমরা জানতে পেরেছি এর পিছনে কলকাঠি নেড়েছেন, কুখ্যাত সন্ত্রাসী বাহিনীর লিডার বাবু নামের একজন চেয়ারম্যান, এই নির্লজ্জ কুখ্যাত সন্ত্রাসী বাবুসহ এই ঘটনায় জড়িত সবাইকে দ্রুত সময়ের ভিতর আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর ভাবে শাস্তি দাবির আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দরা। শুধু সাংবাদিক গোলাম রাব্বানীকে নয়, সারা দেশ জুড়ে চলছে সাংবাদিকদের হত্যা, হয়রানি মূলক মামলা, হামলা, অত্যাচার সহ অবিচারের সম্মুখীন হচ্ছে সাংবাদিকরা, অথচ সাংবাদিকদের কে বলা হয় জাতির বিবেক, জাতির আয়না, জাতির চতুর্থ স্তম্ভ, মহান এই পেশারটির সাথে যারা জড়িত তাদের কণ্ঠনালী চেপে ধরার জন্য, সারা দেশব্যাপী মেতে উঠেছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি এবং সন্ত্রাসীরা, এদের বিরুদ্ধে প্রশাসন সঠিক উদ্যোগ গ্রহণ না করলে হয়তো আগামী দিনগুলোতে এসব নৈরাজ্য মূলক হত্যা চালাতেও তারা পিছু হাঁটবে না, বিভিন্ন রাজনৈতিক নেতাদের অপকর্ম নিয়ে পত্রপত্রিকা সহ টেলিভিশনগুলোতে নিউজ প্রকাশিত হয় তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিতে আমরা দেখি না, কিন্তুু সাংবাদিকদের বেলায় বিষয়টি অন্য একটু ১৯ থেকে ২০ হলেই তাদেরকে কোনো ধরনের ছাড় দেওয়া হয় না, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়, এমনকি তাদের বাড়ীতেও হামলা হয়, অথচ প্রশাসনের চোখ ফাঁকি দেওয়া অপরাধীদের বিভিন্ন অপরাধের চিত্র সাংবাদিকদের মাধ্যমে উঠে আসে, যেখানে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তর গুলো সাংবাদিকদের কাজে সহায়তা করার কথা, তা না হয়ে সেখানে কিছু অনিয়মের স্রোত দেখা যায়।
তাই এগিয়ে আসুন সব ভেদাভেদ ভুলে সাংবাদিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে সবার সহযোগিতায় কাজ করি, আর অপরাধীদের বিরুদ্ধে সাংবাদিকের কলম চলছে এবং চলবেই, এই কলম যারা থামাতে আসবে তাদেরকে এক বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সব নেতৃবৃন্দরা আপনাদের পাশে আছে এবং থাকবে। এই ধরনের হত্যা আমরা কোনো মতেই মেনে নিতে পারছিনা। নাদিম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই,এবং আমাদের বাসন মেট্রো থানা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা সবাই গভীরভাবে শোকাহত।