হবিগঞ্জের বাহুবলে আপন চাচার ছুরির আঘাতে ভাতিজা খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত প্রায় ৯টার দিকে উপজেলার চক-সুকচর গ্রামে।
জানা যায়, বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের চক-সুকচর গ্রামের খালেদ আখঞ্জী ও মুন্না আখঞ্জীর মধ্যে দীর্ঘদিন যাবত জমিজমাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। আজ সকালেও ছোট ভাই মুন্নার স্ত্রীর সাথে বড় ভাই খালেদ আখঞ্জীর ঝগড়াঝাটি হয়। এ ঘটনার জের ধরে রাত প্রায় ৯ টার দিকে মুন্না আখঞ্জীর ছেলে মেহেরাব আল হক ফারিয়ামকে (২৫) চাচা খালেদ আখঞ্জী (৫৫) ধারালো ছুরি দিয়ে ভাতিজা মেহেরাব আল হক ফারিয়ামকে আঘাত করলে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়।
এসময় পরিবার ও আশপাশের লোকজন মেহেরাবকে আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফারহানা খানম মেহেরাব আল হক ফারিয়ামকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে একদল পুলিশ নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুঁটে যান বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো: রাকিবুল ইসলাম খান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মেহেরাব আল হক ফারিয়ামের লাশ হাসপাতালেই ছিলো।
এ ব্যাপারে ডাক্তার ফারহানা খানমের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।