ঢাকা, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

বায়েজিদে কোটি টাকার চাঁদাবাজি মামলায় গ্রেফতার ২জন

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বুধবার ১ ডিসেম্বর ২০২১ ০১:০৩:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে দেড় কোটি টাকা চাঁদাবাজির মামলায় মোবারক ও রহমত নামের দুই ব্যক্তি গ্রেফতার। চট্টগ্রামে চাঁদাবাজির মামলায় কাজি মোবারক হোসেন (৪২) ও রহমত উল্লাহ(৪৫) নামের দুই ব্যক্তিকে আটক করেছে বায়েজিদ থানা পুলিশ।  সেইসাথে অজ্ঞাতনামা আরও কয়েক ব্যক্তিকেও আটক করেছে।

মঙ্গলবার রাত আনুমানিক ৯ ঘটিকায় আসামিদের বায়েজিদ থানাধীন মুজাফফরনগর মালাশা ভবন থেকে গ্রেফতার করে বায়েজিদ থানার এসআই রবিউল। 

এ ব্যাপারে বায়েজিদ থানার ওসি তদন্ত খায়রুল জানান, আটককৃত ২ জনের বিরুদ্ধে নিয়মিত চাদাঁবাজি মামলা রুজু করা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায় গ্রেফতারকৃত কাজী মোবারক হোসেন ও রহমত উল্লাহ। ব্যবসায়ী সোহাইল, ফারুক আজম ও মোঃ সেলিম থেকে দেড় কোটি টাকা চাঁদা দাবি করেন পরে চাঁদা না পেয়ে মোজাফফর নগরের ইস্টার্ন মালাশার ফ্ল্যাট থেকে আসামিরা বাদীগনের তিনটি মিটার ও ৩০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। এরপর বাদীগন বায়েজিদ থানায় ২৯/১১/ ২০২১ তারিখে মামলা দায়ের করেন। যার মামলা নং( ৪৫)ধারা যথাক্রমে, ১৪৩/৭৪৭/৬৪৮/ ৩৩০/ ৩৮৫/৩৯৭ ও ৫০৬।