ঢাকা, বুধবার ২৯ জানুয়ারী ২০২৫, ১৫ই মাঘ ১৪৩১

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ ০৬:৫২:০০ অপরাহ্ন | জাতীয়

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (সেম্স) এর আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল রোববার ও আজ সোমবার বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ মাঠে প্রতিযোগীতাটি অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এবং শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ এর পরিচালনা পর্ষদের সভাপতি, এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার। এসময় তিনি বিজয়ীদের অভিনন্দন জানান এবং পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় মার্কারি হাউজ ১০টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৮টি ব্রোঞ্জ পদক জয় করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

অপরদিকে, ভেনাস হাউজ ৯টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ পদক পেয়ে রানার-আপ হয়।

মার্কারি হাউজের শিক্ষার্থী নাফিউর রহমান স্বপ্ন শ্রেষ্ঠ অ্যাথলেট হিসেবে বিবেচিত হন। তিনি ২টি স্বর্ণ ও ১টি ব্রোঞ্জ পদক অর্জন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীগণ।

বায়ান্ন/একে