ঢাকা, শুক্রবার ১০ মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১

বিছনাকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন, ৬ লাখ টাকা জরিমানা

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : সোমবার ৪ সেপ্টেম্বর ২০২৩ ০৭:৩৭:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ও বিছনাকান্দি ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের সময় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বালুবাহী ১৫টি নৌকাকে ৬ লাখ টাকা জরিমানা করেছে।

গোয়াইনঘাটের সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিট্র্যাষ্ট তানভীর হোসেনের নেতৃত্বে সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রুস্তমপুর ইউনিয়ন পরিষদ নৌকা ঘাট থেকে বিছনাকান্দি জিরো পয়েন্ট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ, বিজিবি বিছনাকান্দি কোম্পানির সদস্যরা অংশগ্রহণ করেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, রুস্তমপুর ও বিছনাকান্দি ইউনিয়নের পিয়াইন নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের খবর পায় উপজেলা প্রশাসন। এমন খবর পেয়ে গোয়াইনঘাটের সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেপ তানভীর হোসেনের নেতৃত্বে সোমবার দিনভর রুস্তমপুর ইউনিয়ন পরিষদ নৌকা ঘাট থেকে বিছনাকান্দি জিরো পয়েন্ট পর্যন্ত অভিযান পরিচালনা করে ছোট বড় ১৫টি বালুবাহী নৌকাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।