![](https://dainikbayanno.com/storage/untitled-7-18.jpg)
মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। অসুস্থতার কারণে তিনি মাটিতে শুয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই তাকে চিকিৎসার জন্য সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়।
বিএনপির সূত্রে জানা গেছে, তার সঙ্গে হাসপাতালে উপস্থিত আছেন দলটির সিনিয়র নেতা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ এবং হাবিবুন্নবী খান সোহেল।
মির্জা ফখরুলের শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তবে দলের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
জাতীয় স্মৃতিসৌধে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় জমিয়েছিলেন। এ সময় মির্জা ফখরুলের অসুস্থতা সবাইকে চিন্তিত করে তোলে।
দলের নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরেই মির্জা ফখরুল বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। এর মাঝেও দলীয় দায়িত্ব পালনে তিনি অবিচল ছিলেন।
তার দ্রুত সুস্থতা কামনা করে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ মহান আল্লাহর কাছে প্রার্থনা করছেন।
বায়ান্ন/এএস/পিএইচ