ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, একজন আহত

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ জানুয়ারী ২০২২ ০২:৪৭:০০ পূর্বাহ্ন | জাতীয়
 
ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপ ভ্যান ও মোরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দশম শ্রেণীর ছাত্র অন্তর মিয়া (১৬) ও রবিউল ইসলাম (১৬) নামে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত আনন্দ মিয়া নামের আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে ঢাকায়।
 
 
বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর এলাকায় ঘটে এই দুর্ঘটনা ঘটে। নিহত অন্তর মিয়া বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের বীরপাশা গ্রামের আলফাজ মিয়ার পুত্র এবং রবিউল পার্শ্ববর্তী কেনা গ্রামের নান্নু মিয়ার ছেলে। এ ঘটনায় মাতু মিয়ার পুত্র আনন্দ মিয়া (১৫) নামে আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। 
 
 
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বিজয়নগর উপজেলা এলাকার বীরপাশা গ্রামের দশম শ্রেণীর ছাত্র অন্তর মিয়া, রবিউল ও আনন্দ নামের তিন যুবক মোটরসাইকেলে করে হবিগঞ্জের মাধবপুরের দিকে যাচ্ছিলো।পথিমধ্যে ইসলামপুর এলাকায় ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলটির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অন্তর ও রবিউল মারা যায় এবং আনন্দ গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করতে সক্ষম হলেও পালিয়ে গেছে এর চালক। এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেলের অপর আরোহী আনন্দকে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
 
 
খাঁটিহাতা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'ঘাতক পিকআপ ভ্যানটিকে জব্দ করা হলেও দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেছে।'