৭১’র মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বিশ্বনাথ সরকারি কলেজসহ অসংখ্য প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, উপজেলার সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বি, বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব পংকি খান (৭৫) আর নেই।
উপজেলাবাসীকে শোকসাগরে বাসিয়ে তিনি শনিবার বিকেল সাড়ে ৬টার দিকে সিলেট নগরীল একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে, পংকি খানের মৃত্যুর খবর বিশ্বনাথে আসার সাথে সাথে স্তব্দ হয়ে পড়ে পুরো উপজেলা। সদাহাস্য উজ্জল ব্যক্তিত্ব পংকি খানের মৃত্যুতে বিশ্বনাথে শোকের ছায়া নেমে এসেছে। ছোট-বড় সকলেই প্রিয় মানুষের মৃত্যুর সংবাদ শুনে প্রথমেই দীর্ঘশ্বাস ছাড়ছেন। জনতার পংকি খান আর জনতার মাঝে নেই, ওই কঠিন বাস্তবতা মেনে নিতে একাধিক বার চিন্তা করতে হচ্ছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দুপুর আড়াইটার সময় পৌর শহরের দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা (আলীয়া মাদ্রাসা) প্রাঙ্গনে মরহুম পংকি খানের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
শোক :
পংকি খানের মৃত্যুতে নিজের প্রতিষ্ঠিত আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী কর্তৃপক্ষ ৩ দিনের শোক প্রকাশ করেছেন।
এছাড়াও পংকি খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তাঁর প্রিয়দল আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক-ধর্মীয়-ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
শোক প্রকাশকারীরা হলেন- সিলেট-২ আসনের এমপি ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট-২ আসনের সাবেক এমপি ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ইয়াইহিয়া চৌধুরী এহিয়া, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সভাপতি জাকির হোসেন কয়েছ, মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ জামাল মিয়া, সাবেক কোষাধ্যক্ষ শহিদুর রহমান, অসিত রঞ্জন দেব, মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ ও সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান প্রমুখ।