ঢাকা, বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৪শে মাঘ ১৪৩১

বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল হানিফের বাড়ি

কুষ্টিয়া প্রতিনিধি | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫ ১২:২৩:০০ অপরাহ্ন | দেশের খবর

কুষ্টিয়ার বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া সদর ৩ আসনের সাবেক এমপি মাহবুব উল আলম হানিফ এর বাড়ি। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত দশটায় কুষ্টিয়া শহরের পিটিআই রোডে অবস্থিত তিনতলা বাড়িটি ছাত্র জনতা ও বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে বুলডোজার দিয়ে ভাঙ্গা শুরু করে। এরো আগে আগস্টের চারো পাঁচ তারিখে এই বাড়িটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনার পরে বাড়িটিতে শুধু ইট ছাড়া আর কিছুই ছিল না।মাহাবুব উল আলম হানিফ স্বৈরাচার আওয়ামীলীগের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছে। জন্য ছবিটি রয়েছে হানিফ ভারতে পালিয়ে গেছেন। জেলার আরেকটি অংশ মনে করেন কানাডায় বেগম পাড়ায় তার বাড়িতে আছেন।

বিভিন্ন সূত্রে জানা যায় কুষ্টিয়া জেলার বৈষম্য বিরোধী ছাত্র-জনতা এবং সাধারণ জনগণ একটি বুলডোজার দিয়ে বাড়ির প্রধান ফটক ওর সীমানা প্রাচীর গুড়িয়ে দেয়। বাড়ির সামনে কয়েকটি গাছ ভেঙে ফেলে। এরপর মূল ভবন ভাঙ্গার চেষ্টা করে। আধা ঘন্টা ব্যাপী হানিফের বাড়িতে ভাঙচুরের অভিযান চলে।  অত্যন্ত মজবুত বাড়িটি বুলডোজার দিয়ে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে ব্যর্থ হয়। এ সময় ছাত্র-জনতা স্লোগান দিতে থাকে স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, হানিফ চোরের আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও। এ সময় বাড়ির সামনে হাজারো উৎসব জনতা ভিড় করে।

এর আগের শহরের কাস্টম মোড় এলাকা থেকে একটি বিশাল মশাল মিছিল নিয়ে হানিফের বাড়িতে আসে হানিফের বাড়ির সামনে। সেখান থেকে রাত দশটা তিরিশ মিনিটে স্লোগান দিতে দিতে ছাত্র জনতা কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দিন খানের হাউজিং কদমতলার এগিয়ে যায়।রাত ১১ টা থেকে বারোটা পর্যন্ত সদর খানের সাততলা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। রাত বারোটার দিকে ছাত্র জনতা মিছিল নিয়ে হানিফের চাচাতো ভাই সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আদার বাড়ির দিকে রওনা করে। এরপর সেখানেও ভাঙচুরের ঘটনা ঘটে।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ