ঢাকা, সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১

বৃটেনে কাউন্সিলর হলেন বিশ্বনাথের শহিদ

বিশ্বনাথ প্রতিনিধি: | প্রকাশের সময় : শনিবার ৬ মে ২০২৩ ১০:১০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন



বৃটেনের ব্রাডর্ফোড মেট্টোপলিটন কাউন্সিলের কিগলী এলাকা থেকে পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সিলেটের বিশ্বনাথের আব্দুল মোহাম্মদ শহিদ।
 

তিনি উপজেলার দশঘর ইউনিয়নের দশঘর নোয়াগাঁও গ্রামের মরহুম আব্দুর রাজ্জাক ও আরিজা খাতুন দম্পতির সন্তান। ৩ ভাই ও ২ বোনের মধ্যে শহিদ ৪র্থ।
 

৪মে বৃটেনের স্থানীয় কাউন্সিল নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করে ২য় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আব্দুল মোহাম্মদ শহিদ। নির্বাচনে তিনি পান ৪৪৪টি ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দি জালাল উদ্দিন শেখ পান ২৭৬টি ভোট।
 

ব্যক্তিগত জীবনে স্ত্রী রাসনা বেগম আসমা, ২ পুত্র ও ৩ কন্যা সন্তান নিয়ে রয়েছে আব্দুল মোহাম্মদ শহিদ’র সুখের সংসার। আব্দুল মোহাম্মদ শহিদ’র বিজয়ে তার নিজ পিতৃভূমির জনসাধারণ ও আত্বীয়-স্বজনদের মধ্যে বইছে আনন্দের বন্যা। বৃটেনের মাটিতে পুনরায় জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে নিজ উপজেলা বিশ্বনাথকে আরো এগিয়ে নিয়েছেন আব্দুল মোহাম্মদ শহিদ। স্থানীয় সাংবাদিকদেরকে তার (শহিদ) বিজয়ের সত্যতা নিশ্চিত করেছেন চাচাত ভাই সাংবাদিক রোহেল উদ্দিন।