ঢাকা, মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ৫ই অগ্রহায়ণ ১৪৩১

বৈষম্যবিরোধী মামলা বাণিজ্যে সাথে জড়িতদের ব্যবস্থা গ্রহণের জন্য স্মারকলিপি প্রদান

স্বপন দেব, মৌলভীবাজার | প্রকাশের সময় : মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪ ১০:১৩:০০ পূর্বাহ্ন | দেশের খবর

মৌলভীবাজার জেলার বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

ছাত্র আন্দোলনের সাথে জড়িত ও জড়িত ছাড়া বিভিন্ন ব্যক্তিবর্গ তাদের নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মামলা বাণিজ্যে জড়িয়ে বৈষম্য বিরোধী নামটিকে কলুষিত করার চেষ্টার প্রতিবাদে এই স্মারকলিপি প্রদান করা হয়। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন এর নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন-কাজী মনজুর আহমদ, মোঃ সাব্বির আহমদ, ফহিম আহমদ, সাদিয়া আক্তার, সুমাইয়া বেগম, রাজীবুল ইসলাম রাবি, লিপি বেগমসহ মৌলভীবাজার জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়- মৌলভীবাজার জেলায় বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক গণ অভ্যুত্থানের সাথে সরাসরি সম্পৃক্ত বিগত আন্দোলন ছিলো বাংলাদেশকে স্বৈরাচার ও দূর্নীতি মুক্ত করার। আন্দোলনের সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে যারা আন্দোলনের বিরোধীতা করেছেন এবং আন্দোলনরত ছাত্রদের উপরে প্রত্যক্ষভাবে হামলার সাথে জড়িত ছিলেন তাদের উপর আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক মামলা দায়ের করা হয়েছিলো।

কিন্তু দুঃখের বিষয়, ছাত্র আন্দোলনের সাথে জড়িত এবং জড়িত ছাড়াও বিভিন্ন ব্যক্তিবর্গ তাদের স্বীয় স্বার্থ হাসিলের উদ্দ্যেশ্যে মামলা বাণিজ্যে জড়িয়ে পড়ে বৈষম্য বিরোধী নামটিকে কলুষিত করার চেষ্টা চালাচ্ছেন।

অনেকে মিথ্যা মামলা দায়ের করে নিরপরাধ মানুষদের নাম অন্তর্ভুক্ত করে তাদের কাছ থেকে বিভিন্ন উপায়ে অর্থ দাবি করেছেন, যা অত্যন্ত নিন্দনীয়। এছাড়াও অনেকে অর্থের মাধ্যমে আওয়ামী লীগের লোকদের নাম মামলা থেকে খারিজ করার প্রচেষ্টা চালাচ্ছেন। এই প্রচেষ্টা চলতে থাকলে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফলতা ব্যর্থ হবে।  

মামলা বাণিজ্যের সাথে যারা জড়িত থেকে অপরাধী বা নিরপরাধী মানুষের সাথে অর্থ লেনদেন করছেন তা চিহ্নিত করে, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য সদয় দৃষ্টি কামনা করেন মৌলভীবাজার জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধারা।