ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

বৌ-ভাতের অনুষ্ঠানেই নব দম্পতির বিবাহ বিচ্ছেদ !

মহা আবুল হায়াত শাহীন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ১৯ ডিসেম্বর ২০২১ ০৪:৫৪:০০ অপরাহ্ন | দেশের খবর

বৌ-ভাতের অনুষ্ঠানেই  নব দম্পতির বিবাহ বিচ্ছেদ ! সম্পন্ন হল বিচ্ছেদের কাগুজে দলিল। তালাক নামায় লেখা হয়, " ১৭ ডিসেম্বর ২০২১ তারিখে ইসলামী শরিয়াহ মোতাবেক একে অপরের সহিত ৬০ হাজার টাকা দেনমোহর ধার্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়াছিলাম, কিন্তু  বিভিন্ন  কারনে সাংসারিক বনিবনা না হওয়ায়, আমরা উভয়ে আপোষে বিবাহ বন্ধন ছিন্ন করার সিদ্ধান্ত গ্রহন করিয়াছি"।  

 

পারিবারিক ভাবেই দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয় তাদের। বর ও কনে দুইজনই গোমস্তাপুর  উপজেলার। শুক্রবার বিয়ে, পরদিন বৌভাতের আয়োজন ছিলো। সেই অনুষ্ঠানে দুই পরিবারের অতিথিরা এসেছেন। চলছে, অতিথি আপ্যায়ন। দুপুর গড়িয়ে বিকাল হতেই, জানা গেল বিয়ে বাড়িতে ভাঙ্গনের সূর। শেষ পযন্ত রাত ৮টায় বিচ্ছেদ হয়েই গেল নব দম্পতির।  

স্থানীয় এক কলেজ শিক্ষকের বাড়িতে শনিবার বিকাল থেকে রাত ৮টা পযন্ত বর ও কনে পক্ষের মুরুব্বীরা বসে উভয় পক্ষের সম্মতিতে বিবাহ বিচ্ছেদের বিষয়টি সুরাহা হয় । 

তালাক সম্পাদন করেন, নিকাহ রেজিস্টার মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম । তিনি  জানান, গতকাল উভয় পরিবারের সম্মতিতে নব-দম্পতির তালাক সম্পাদন করেছেন। তবে কি কারনে এ তালাক ঘটল, সে সম্পর্কে তাকে কোন পক্ষই বিস্তারিত কিছু বলেনি। বৌ-ভাতের দিন বিবাহ বিচ্ছেদ নিয়ে এলাকায় যথেষ্ট উদ্বেগ ও হাস্যরসের সৃষ্টি হয়েছে ।