![](https://dainikbayanno.com/storage/screenshot-20250205-183428.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবি (২৫ ব্যাটালিয়ন) এর অভিযানে প্রায় দেড় হাজার পিস মোবাইল ফোন ডিসপ্লেসহ কোটি টাকার পণ্য জব্দ হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) ভোরে উপজেলার বুধন্তী এলাকায় অভিযান চালিয়ে বিজিবি এসব পণ্য জব্দ করতে সক্ষম হয়।
বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকরা পণ্যের মধ্যে রয়েছে, এক হাজার ৫৮২ পিস মোবাইল ফোন ডিসপ্লে, উন্নতমানের শাড়ি ১৫২ পিস, মেহেদী ১৪৪০ পিসসহ আরো বিভিন্ন ভারতীয় পণ্য। এসব পণ্যের মূল্য এক কোটি চার লাখ ৯৮ হাজার ১৪০ টাকা। পণ্যগুলো কাস্টমসে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি।
বায়ান্ন/এসএ