মৌলভীবাজারের বড়লেখা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদল শান্তি মিছিল করেছে। বুধবার পৌরশহরে এই মিছিল বের করা হয়।
মিছিল পরবর্তী সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহিদ খানের সঞ্চালনায় মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, জাহিদুল ইসলাম মামুন, মুজিবুর রাজা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, পৌর বিএনপির সভাপতি মীর মখলিছুর রহমান, সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, জেলা যুবদল নেতা আব্দুল কাদির পলাশ, ইকবাল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার জুলুম-নির্যাতনের সহযোগী, আওয়ামী লীগের দুর্নীতিবাজ বিনাভোটের মন্ত্রী-এমপি, উপজেলা চেয়ারম্যানসহ প্রভাবশালী নেতাদের গ্রেফতারের দাবি জানান।