ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০

ভালুকায় নৌকার বিজয় নিশ্চিতে প্রার্থী পরিবর্তন চেয়ে তৃণমূল আ:লীগের সংবাদ সম্মেলন

এস এম জাহাঙ্গীর আলম, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৬ জানুয়ারী ২০২২ ০৫:৩৬:০০ অপরাহ্ন | দেশের খবর

আগামী ৩১ জানুয়ারী অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের ভালুকা উপজেলার ১১ নং রাজৈ ইউনিয়নে নৌকার বিজয় নিশ্চিতে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবী করেছেন ওই ইউনিয়নের তৃণমূল আওয়ামীলীগ নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে ভালুকা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ভালুকা উপজেলার ১১ নং রাজৈ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন। 

সংবাদ সম্মেলনে তৃণমূল নেতাকর্মীরা অভিযোগ করেন. বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড ভালুকার রাজৈ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে জনবিচ্ছিন্ন ও দূর্নীতি পরায়ন নুরুল ইসলাম বাদশাকে কিভাবে মনোনীত করলো তা নিয়ে এলাকায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সেইসাথে তারা নৌকার বিজয় নিশ্চিত নিয়ে হতাশা প্রকাশ করেছেন। এ অবস্থায় আওয়ামীলীগ দীর্ঘদিনের প্রচেষ্টায় এই ইউনিয়নের দলীয় চেয়ারম্যানের পদটি উদ্ধার হলেও তা আবার ব্যাপকভাবে ভরাডুবির আশংকা দেখা দিয়েছে। তাই তৃণমূল নেতাকর্মীদের দাবি অবিলম্বে নৌকার মনোনয়ন পরিবর্তন করে ত্যাগী আওয়ামীলীগ নেতাকর্মীদের যেকোন একজনকে মনোনয়ন প্রদান করা হোক।  

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ভালুকা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মীর এমরান হাসান, ১১ নং রাজৈ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হক, ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী আ: খালেক, আওয়ামীলীগ নেতা আরিফুর রহমান লোটাস, আবদুল্লাহ আল মামুন, আনছারুল হক তালুকদার, মাসুদ খান, রিপন খান, মীর ফরিদ, ফরহাদ খান সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

সংবাদ সম্মেলনে বক্তারা নৌকার চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম বাদশা দলীয় নেতাকর্মীদের অবমূল্যায়ন, বিএনপির নেতাকর্মীদের সাথে সখ্যতা, ইউনিয়ন পরিষদের বিভিন্ন বাজেটের অর্থ লোপাট, সেবা প্রদানে ঘুষ গ্রহন, জন্মসনদ জালিয়াতির তথ্যপ্রমানসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। 

পরিশেষে ভালুকার ১১ নং রাজৈ ইউনিয়নে নৌকার বিজয় সুনিশ্চিত করতে অবিলম্বে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পরিবর্তনের জন্য দলের দায়িত্বশীল নেতৃবৃন্দের কাছে জোর দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।