![](https://dainikbayanno.com/storage/img-20220114-wa0007.jpg)
কক্সবাজারের মহেশখালীতে উপজেলা ছাত্রলীগ নেতা জসীম বিজয়ের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালী ও কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ১৪ ই জানুয়ারী (বৃহস্পতিবার) বিকাল ০৪ টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রথমে বর্ণাঢ্য র্যালী ও পরবর্তীতে কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রায় সহস্রাধিক নেতকর্মী অংশগ্রহণ করেন।
গোটা র্যালী মুখরিত ছিল, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু, শুভ শুভ শুভ দিন- ছাত্রলীগের জন্মদিন, বাংলাদেশ ছাত্রলীগ- নেতা মোদের শেখ মুজিব এমনই সব স্লোগানে।
ছাত্রলীগ নেতা জসীম বিজয় বলেন, আজকের কর্মসূচিতে অংশগ্রহণ করে কর্মসূচি সফল ও স্বার্থক করায় ছাত্রলীগের সকল নেতাকর্মীকে আমি ব্যাক্তিগত তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অপশক্তিকে রূখে দেয়া এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে কাজ করাই আমাদের একমাত্র লক্ষ্য।